• শিরোনাম

    ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

    ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    প্রশ্নপত্র কেলেংকারি, ইলেট্রনিক ডিভাইস জালিয়াতি ও অসদুপায় অবলম্বনে বহিষ্কারের ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এ ভর্তিযুদ্ধে ‘খ’ ইউনিটের ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৩৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনে লড়ছেন ১৫ শিক্ষার্থী।

    এবার ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস জালিয়াতি ঠেকাতে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের সহায়তায় আর্চওয়ে মেশিনে চেক করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরীক্ষা শুরুর পর ঢাবি ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কলাভবনের বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।

    সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার ডিজিটাল জালিয়াতি রোধে পুলিশের সহায়তায় প্রতিটি কেন্দ্রে আর্চওয়ে মেশিন বসানো হয়। পরীক্ষার্থীদের সেগুলোর মধ্যদিয়ে চেক করিয়ে কেন্দ্রে প্রবেশ করানো হয়।

    এছাড়া এবার প্রশ্নপত্রে কোনো সেট কোড না থাকায় ফাঁসের কোনো গুজব বা অভিযোগ উঠেনি বলে তিনি জানান।

    এ বছর ঢাবির ৫টি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।

    যাবতীয় তথ্যের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম