• শিরোনাম

    বুয়েটে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর

    | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০১৬

    বুয়েটে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

    এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। এসএমএসেও আবেদন করা যাবে।

    অনলাইনে আবেদন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আর এসএমএসে আবেদন নেয়া হবে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

    বুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) শাহ আলম যুগান্তরকে জানান, শনিবার রাতে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বুয়েট ভিসি অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

    জানা গেছে, এবার সর্বমোট ১০৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে পার্বত্য অঞ্চলসহ দেশের অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য চারটি আসন কোটা হিসেবে সংরক্ষিত থাকবে।

    এবার বুয়েটে পাঁচটি অনুষদের অধীন মোট ১৮ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    বিস্তারিত তথ্য এবং ফরমপূরণের জন্য বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd) ভিজিট করতে বলা হয়েছে

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম