• শিরোনাম

    পবিএ উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সহধর্মিনী প্রফেসর ফাহিমা খাতুন সৌদিআরবের মক্কার ।

    | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

    পবিএ উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সহধর্মিনী প্রফেসর ফাহিমা খাতুন সৌদিআরবের মক্কার ।

    এম.আমজাদ চৌধুরী রুনু (ব্রাহ্মণবাড়িয়া থেকে)
    উন্নয়নের রূপকার ব্রাহ্মণবাড়িয়া কৃতী মানুষ জননেতা বীর মুক্তিযুদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং তার সহধর্মিনী, তিতাস পাড়ের রোকেয়া নামে খ্যাত শিক্ষাবিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক(গ্রেড-১) প্রফেসর  ফাহিমা খাতুন গত ১১ ফেব্্রয়ারী শনিবার সন্ধায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিএ উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিআরবের মক্কার রওয়ান হন ।

    বর্তমানে তাঁরা পবিএ ওমরাহ হজ্জের বিভিন্ন আনুষ্টানিকতা সম্পন্ন করেছেন। খ্যাঁতিমান এই দম্পতি মুসলিম উম্মাহর সর্ব পবিএতম স্থান মক্কা নগরীতে ব্রাহ্মণবাড়িয়া বাসীসহ দেশ ও জাতির কল্যান প্রার্থনা করেছেন। সেখানে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি কর্তৃক তারাঁ সংবধির্ত ও হয়েছেন। পবিএ উমরাহ হজ্জ সম্পন্ন করে তাঁরা বাহরাইন,দুবাই ও কাতার হয়ে আগামী ২৬ ফেব্রয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন মানণীয় সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী ও সফর সঙ্গী জনাব আবু-মোছা আনছারী ।
    উল্লেখ্য জননেতা বীর মুক্তিযুদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং তার সহধর্মিনী, তিতাস পাড়ের রোকেয়া নামে খ্যাত শিক্ষাবিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক(গ্রেড-১)প্রফেসর ফাহিমা খাতুন দুবাইতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক এবং কাতারে দলীয় ফোরাম ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি কর্তৃক সংবর্ধিত হবেন ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম