• শিরোনাম

    ব্রাহ্মনবাড়িয়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন

    চিনাইরবার্তা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

    ব্রাহ্মনবাড়িয়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন

    ব্রাহ্মনবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্স সংলগ্ন হার্ট ফাউন্ডেশনের নিজস্ব জায়গায়র উপর ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য র. আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহা-সচিব প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোঃ শাহানুর আলম, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এডভোকেট মিন্টু ভৈমিক, সদস্য তাজুল ইসলাম বাবু। ২৪ কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট ভবন নির্মানে সমাজ সেবা অধিদপ্তর অর্থ প্রদান করছে। হার্ট ফাইন্ডেশনের যন্ত্রপাতি সহ অন্যান্য আনুসাঙ্গি খাতে ২৪ কোটি টাকা খরচ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোকতাদির চৈধুরী বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মান হলে এ অঞ্চলের মানুষ অল্প খরচে চিকিৎসা সেবা পাবে। সহজে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

    received_182731375092473417972182_448665232144578_5048498585797495769_o17991270_448664945477940_8080010105913414139_o

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম