• শিরোনাম

    সকলের সহযোগিতার কারণেই আমি এই সম্মান পেয়েছি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার

    | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

    সকলের সহযোগিতার কারণেই আমি এই সম্মান পেয়েছি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার

    ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর দ্বিতীয় বারের মতো পিপিএম প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে ব্রাক্ষণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশ। গত রোববার সন্ধ্যায় মডেল থানা কম্পাউন্ডে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।  অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে পুলিশ  সুপার মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, এই সফলতা অর্জন  আমার একার পক্ষে সম্ভব ছিল না। পুলিশসহ সমাজের সকল শ্রেণীর সার্বিক সহযোগীতার কারণেই আমি আজ এই সম্মান পেয়েছি। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আমার দরজা সবসময় সকলের জন্য খোলা আছে। যার যখনই প্রয়োজন, আমাকে নক করবেন, আমি সাড়া দেব।তিনি জনবান্ধন পুলিশিং নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের আহবান জানান। অনুষ্ঠানে সদর মডেল থানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অফিসার্স ইনচার্জ মঈনুর রহমান সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নেছার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এড.মোঃ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা,পৌর কাউন্সিলর মুরাদ খান, সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, এটিএন নিউজের ব্যুরো চীফ পীযুষ কান্তি আচার্য্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ মঈনুর রহমান। সঞ্চালনায় ছিলেন আল আমীন শাহীন। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম