• শিরোনাম

    মহান বিজয়ের মাস উপলক্ষে শিল্পী সংসদের উদ্যোগে শিল্পী সম্মিলনী শিল্পীদের দেশপ্রেমে উজ্জীবিত ও সংস্কৃতি চর্চা গতিশীল করতে হবে ——বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

    | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬

    মহান বিজয়ের মাস উপলক্ষে শিল্পী সংসদের উদ্যোগে শিল্পী সম্মিলনী শিল্পীদের দেশপ্রেমে উজ্জীবিত ও সংস্কৃতি চর্চা গতিশীল করতে হবে ——বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

    আল-আমিন শাহীনঃ

    মহান বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, নতুনপ্রজন্মের শিল্পীদের দেশপ্রেমে উজ্জীবিত, সংস্কৃতি ধারায় সম্পৃক্ততার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় শিল্পী সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষানবীশ শিল্পীদের মঞ্চে অভিষেক এবং কৃতি শিল্পীদের অভিনন্দন জানান হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শিল্পী সম্মিলনীর উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবা ব্যক্তিত্ব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। উদ্বোধন কালে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা মুক্তিযোদ্ধা হিসেবে হিরন্ময় ভ’মিকা রেখেছেন। নতুন প্রজন্মকে সেই প্রেরণায় উজ্জীবিত কওে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে। dddu
    ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অনূভ’তি ব্যক্ত করেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, লায়ন্সের সাবেক জেলা গভর্ণর লায়ন ফিরোজুর রহমান ওলিও, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী আবদুল ওয়াহিদ খান লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন,বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, সাহিত্য একাডেমির সম্পাদক উপাধ্যক্ষ একেএম শিবলী, সাংস্কৃতিক সংগঠক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, বিশিষ্ট সেতার বাদক সঞ্জীত কুমার রায়, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত,সাপ্তাহিক অগ্রধাপ সম্পাদক শেখ ফরিদ,বিশিস্ট সংগীত শিল্পী আসিফ ইকবাল খান, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির সভাপতি নিসার ভ’ইয়া,সম্পাদক এড. হুমায়ূন কবীর, এডভোকেট জাকারিয়া, নাসরিন হাওলাদার শিশির প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
    ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আনিছুল হক রিপনের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নবীন প্রবীণ শিল্পীদের মধ্যে শিল্পী সংসদের সহ সভাপতি ইমতিয়াজ খান শ্যামল,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল, আসিফ ইকবাল খান,মোঃ হোসেন, ফরিদ আহমেদ সাগর,নবনীতা রায় বর্মণ,আলিশা জহরী ছোঁয়া, এডভোকেট অপরাজিতা অপু, শামরোজ কাউসার শামা, এডভোকেট দিলশাদ,জয়নাল আবেদীন,সোহেল রানা,অভি,অরূপ রায় অপু,স্মৃতি সবুর,সোহাগ রায়,কিবরিয়া চিশতী,সাগর, আনিছুর হক রিপন। আবুত্তি করেন আল আমীন শাহীন, নির্জয় হাসান সোহেল,রাকিবুল হাসান,মার্সি,নুসরাত জাহান বুশরা,এডভোকেট সোমাইয়া শিমু, কৌতুক পরিবেশন করে জাকির হোসেন রাজা।যন্ত্র সংগীতে ছিলেন ইমতিয়াজ খান শ্যামল,আব্দুর রাহিম, বাবুল মালাকার, সুদীপ্ত সাহা মিঠু, প্রশান্ত সাহা,মোঃ মামুন।
    অনুষ্ঠানে ২০১৫ সালে আশুগঞ্জ বিজয় মেলায় অংশগ্রহণকারী শিল্পী সংসদের দল ২য় স্থান অর্জন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একেএম হারুনূর রশীদ স্মরণে সাঙস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত শিল্পী ফারুক আহমেদ পারুল,আনিছুল হক রিপন,স্মৃতি সবুর, সাদিয়া শাম্মি মৌকে অভিনন্দন, এবং কুতুব স্মৃতি ফটবল ট’র্ণামেন্টে অংশ নিয়ে শিল্পী সংসদ চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে অভিনন্দন জানান হয়। ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের শিল্পীদের সুখ দুখে সাথী এবং ঐক্যদ্ধতার লক্ষে ২০১৪ সালে শিল্পী সংসদ গঠিত হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম