• শিরোনাম

    বাঞ্ছারামপুরে স্বপন চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল, ৪৮ ঘন্টার মধ্যে বাবুকে গ্রেফতারের আল্টিমেটাম

    | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬

    বাঞ্ছারামপুরে স্বপন চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল, ৪৮ ঘন্টার মধ্যে বাবুকে গ্রেফতারের আল্টিমেটাম

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঘরে ঢুকে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে উপজেলা যুবলীগ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভা করে। উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় বক্তারা রফিকুল হক ওরফে বাবুকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেন। এ সময় বাবুকে ইয়াবা ব্যবসায়ি উল্লেখ করে বক্তারা বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইয়াবা বাবু ক্ষিপ্ত হয়ে দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ওরফে স্বপনকে গুলি করে হত্যা করতে চেষ্ঠা চালায়। এ কাজে বাবু শুধু একা নয়, বাবুর সঙ্গে বড় একটি চক্র জড়িত রয়েছে। বাবুকে গ্রেফতার করে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবী জানান তারা। উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা ও জলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক ও নবনির্বাচিত উজানচর ইউপি চেয়ারম্যান কাজি জাদিদ আল রহমান, দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দানিস, যুবলীগের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, জাহঙ্গীর আলম ও বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ ও দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ বক্তব্য দেন।14642448_1301395126583451_3251201853167045153_n
    উল্লেখ্য যে, গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার দরিকান্দি ইউপি চেয়ারম্যানের খাল্লা গ্রামের বাড়ির ঘরে ঢুকে চেয়ারম্যান সফিকুল ইসলামকে উপর্যপুরি গুলি চালিয়ে হত্যার চেষ্ঠা করা হয়। এ ঘটনায় পরের দিন বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের স্ত্রী সুমনা ইসলাম বাদি হয়ে উপজেলার সাহেবনগর গ্রামের রফিকুল হক ওরফে বাবুলকে প্রধান করে পাঁচজনের নামে হত্যা চেষ্ঠার মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই রফিকুলের স্ত্রী খাল্লা গ্রামের বাসিন্দা হোসনে আরা, তাঁর শ্বশুড় মিলন মিয়া, শ্বাশুড়ি বেবী বেগমকে গ্রেফতার করে পুলিশ।
    বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, স্বপন চেয়ারম্যানের উপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান আসামী বাবুকে গ্রেফতার করতে গুরুত্বপূর্ণ স্থানে বাবুর ছবি দিয়ে খবর দেওয়া হয়েছে। দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান ওসি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম