• শিরোনাম

    হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের গণসংযোগ

    | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬

    হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের গণসংযোগ

    পুরাতন কেন্দ্রীয় কারাগারের জমিতে আবাসিক হল ও বিনোদন কেন্দ্র (জাদুঘর, খেলার মাঠ ও মুক্তমঞ্চ) নির্মাণের দাবিতে পুরান ঢাকায় গণসংযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

    ‘ছাত্র জনতা ভাই ভাই, পুরান ঢাকায় হল চাই’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এ গণসংযোগ শুরু হয়।

    একই দাবিতে শনিবার বিকাল ৩টায় স্বাধীনতা মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল বৈঠক আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বাহাদুরশাহ পার্ক হয়ে শাঁখারি বাজার, তাঁতি বাজার, রায়সাহেব বাজার, টিপু সুলতান রোড হয়ে সবশেষে দুপুর ১টার দিকে বলধা গার্ডেনে গিয়ে এই প্রচারণা শেষ করেন। তারা এলাকাবাসী ও আশপাশের লোকজনের কাছে লিফলেট বিতরণ করেন।

    এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তাদের এই ধরনের ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রশংসা করেছেন তারা। এছাড়া শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক ও ন্যায্য দাবি হিসেবে অভিহিত করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম