• শিরোনাম

    একনেকে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    সিবিবার্তা অনলাইন ডেস্কঃ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

    একনেকে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পাঁচ হাজার ৭৮৩ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।সভায় শুধু বিটিসিএলের আধুনিকায়নের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে।

    সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে গন মাধ্যমকে একথা জানান।

    পরিকল্পনামন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ বিটিসিএলের উন্নয়ন সাধনের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরআগেও একবার প্রকল্পটি একনেক সভায় আনা হয়েছিল। ওইসময় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠান।

    পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আজকের উপস্থাপিত ১০ (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ৩ হাজার ২৯৬ কোটি ৩২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৪৭২ কোটি ৮ লাখ টাকা।
     এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম