• শিরোনাম

    পাহাড়পুর ও চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের নেএবৃন্দের সাথে মতবিনিময় সভায় মানণীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

    সিবিবার্তা ষ্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২৪ জুন ২০১৭

    পাহাড়পুর ও চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের নেএবৃন্দের সাথে মতবিনিময় সভায় মানণীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

    গতকাল শুক্রবার  ২৩শে জুন বিকাল তিনটায় বিজয়নগর উপজেলা পাহাড়পুর ও চান্দুরা  ইউনিয়ন আওয়ামীলীগের নেএবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের মানণীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

    মোকতাদির চৌধুরী এমপির নিজ বাস ভবন (শেকড়) চিনাইরে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের মানণীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আল-মামুন সরকার, ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ সমবায় ব্যাংকের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেছার, ব্রাহ্মণবাড়িয়া সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জনাব মহসীন মিয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ তানবীর ভূইয়া, চন্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেফজুল বারী সরকার, সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান মেম্বার, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ খন্দকার ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই মাষ্টার, বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁন, বিজয়নগর উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ মাহবুব হোসেন সহ- বিজয়নগর উপজেলা পাহাড়পুর ও চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের   সকল  নেএবৃন্দ।

    19424560_439723999732330_5573233732532789329_n

    19420791_439723409732389_4498550403059453458_n

    19260735_439723289732401_8346016238920601916_n

     

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম