• শিরোনাম

    চ্যাম্পিয়নস ট্রফি থেকে কত পেলেন মাশরাফি-তামিরা?

    সিবিবার্তা অনলাইন ডেস্কঃ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭

    চ্যাম্পিয়নস ট্রফি থেকে কত পেলেন মাশরাফি-তামিরা?

    সদ্য শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতকে হারিয়ে এবারের আসরটি নিজেদের করে নিল পাকিস্তান ক্রিকেট দল। যদিও শুরু থেকে ক্রিকেট বিশ্লেষকদের গুণার বাইরে ছিল দলটি। কিন্তু সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরফরাজরা।

    চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে আনন্দে ভাসছে পাকিস্তান। সেই সাথে তাদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বিপুল অর্থও। পাকিস্তানের প্রধানমন্ত্রী কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন, শিরোপা জেতায় আইসিসি থেকে তারা পাবে ১৭ কোটি ৭২ লাখ টাকা। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশের প্রাপ্তিও নেহাত ‘মন্দ’ নয়।

    চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দল হিসেবে বাংলাদেশ পাবে ৩ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি। বাংলাদেশ যদি গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ করত, তবে পেত ৭৩ লাখ টাকা। আর গ্রুপের একেবারে শেষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করলে পেত ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সেমিফাইনালে ওঠায় মাশরাফিদের প্রাইজমানি বেড়ে গেছে প্রায় সাত-আট গুণ। তাৎক্ষণিকভাবে এই অর্থ পায়নি বাংলাদেশ, পরে এটি পাঠিয়ে দেওয়া হবে বিসিবির কাছে।

    চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি তো আছেই। প্রতি ম্যাচের ফি হিসেবে বোর্ড থেকে ২ লাখ টাকা করে পাবেন মাশরাফিরা। আইসিসি র‍্যাঙ্কিংয়ের পঞ্চম দল নিউজিল্যান্ডের বিপক্ষে জেতায় উইনিং বোনাস হিসেবে তাঁদের প্রাপ্তিতে যোগ হবে আরও ২ হাজার ডলার বা ১ লাখ ৬০ হাজার টাকা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম