• শিরোনাম

    মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

    সিবিবার্তা স্পোর্টস ডেস্ক : | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭

    মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

    সাদা পোশাকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পথ চলা প্রায় একই সঙ্গে। ২০০৭ সালের ১৮ মে সাকিব আল হাসানের মাথায় উঠে ৪৬তম টেস্ট ক্যাপ। এর দুই টেস্ট পর ২০০৮ সালের ৪ জানুয়ারি তামিম ইকবাল পান ৫০তম টেস্ট ক্যাপ।

    তামিমের অভিষেক ম্যাচে অবশ্য সাকিব খেলেননি। দুজন পরের ম্যাচে ওয়েলিংটনে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। শুরুটা আগে-পরে হলেও দুজন একই সঙ্গে ব্যক্তিগত মাইলফলক ছুঁতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে মাঠে নামলেই ৫০তম টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন ‘দুই বন্ধু।’ আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টি অনেকটা ‘ছোট’ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চাশতম টেস্ট খেলা অনেক বড় কিছু।

    ২০০০ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ১০১তম টেস্ট। সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলতে যাচ্ছেন পঞ্চাশতম টেস্ট। নিঃসন্দেহে বড় অর্জনের একটি। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল, ৬১টি। ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ না হলে এ সংখ্যা আরও বেড়ে যেত। টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছেন ৫৪ টেস্ট। এছাড়া মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার নিজের পঞ্চাশতম টেস্ট খেলেই ক্রিকেটকে গুডবাই বলেছেন।

    ‘দুই বন্ধু’ ৪৬ টেস্টে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তবে একসঙ্গে ব্যাটিং করার সুযোগ হয়নি। টেস্টে দুজন একসঙ্গে ব্যাটিং করেছেন মাত্র চার ইনিংসে, মোট রান ২১৬। টেস্টে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান তামিমের, ৩ হাজার ৬৭৭। দুইয়ে থাকা সাকিবের রান ৩ হাজার ৪৭৯। রানে সাকিব পিছিয়ে থাকলেও উইকেটে সবার ধরা ছোঁয়ার বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। সাদা পোশাকে ৪৯ ম্যাচে সাকিবের শিকার ১৭৬ উইকেট।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম