• শিরোনাম

    ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৪৯ ওভারের

    সিবিবার্তা স্পোর্টস ডেস্কঃ | রবিবার, ০৪ জুন ২০১৭

    ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৪৯ ওভারের

    ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। ম্যাচের ওভার কমিয়ে ৪৯ ওভারে আনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৪ রান। রোহিত শর্মা ৭৭ রান করে ও বিরাট কোহলি ২৫ রান করে অপরাজিত আছেন।

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভার ব্যাট করার পর নামে বৃষ্টি।

    এ কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তারপর আবার শুরু হয় খেলা। কিন্তু কোনও ওভার কর্তন করা হয়নি। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে দারুণ খেলতে থাকে ভারত। ইনিংসের ২৫তম ওভারে শাদব খানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে আজহার আলীর হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ৬৫ বল খেলে ৬৮ রান করেন তিনি।

    ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে। গত ২ জুন এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

    উভয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। আজ চলছে টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা। গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।

    ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ।

    পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম