• শিরোনাম

    বজ্রপাতে ঘোড়াশালে টার্কি খামারির ৫ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি

    সিবি নিউজ ডেস্কঃ | শুক্রবার, ০২ জুন ২০১৭

    বজ্রপাতে ঘোড়াশালে টার্কি খামারির ৫ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি

     নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টার্কি খামারি বিষ্ণু দত্তের টার্কি খামারে বজ্রপাতের কারণে প্রায় ৫ লক্ষ টাকার টার্কির বাচ্চা নষ্ট হয়েছে বলে জানা গেছে।

    ক্ষতিগ্রস্ত টার্কি খামারি বিষ্ণু দত্তের সাথে কথা বললে তিনি জানান, গত বুধবার রাতে বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হলে টার্কি খামারে ইনকিউভেটরে থাকা ৫ শত ৫০টি টার্কি বাঁচ্চা নষ্ট হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ্য টাকার উপরে । বিষ্ণু দত্ত বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই ডিমগুলো থেকে বাঁচ্চা প্রজনন হতো। কিন্তু বজ্রপাতের কারণে সকল পরিশ্রম ও অর্থই নষ্ট হয়ে গেলো। বিষ্ণু দত্ত চান, বজ্রপাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠে আবার ব্যবসা শুরু করতে। এই জন্য সরকারী সহযোগিতা কামনা করেন তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    হাতির মতো এক গরু

    ২৮ আগস্ট ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম