• শিরোনাম

    ‘একটি বিয়ে করলে পাপ হবে’

    সিবি নিউজ ডেস্কঃ | বুধবার, ১৭ মে ২০১৭

    ‘একটি বিয়ে করলে পাপ হবে’

    ইসলামী শরীয়তে শর্তসাপেক্ষে এবং সমান অধিকারসহ অন্যান্য বিধি-নিষেধ পরিপালনের ভিত্তিতে কোনো মুসলিম পুরুষ সর্বোচ্চ চারজন মুসলিম নারীর সাথে বিবাহ করতে পারে। বহুবিবাহের বিষয়ে সৌদি আরবের সিনিয়র মুফতি আবদুল্লাহ এ মন্ত্যব করেন, সামর্থ্য থাকার পরও একাধিক বিয়ে না করলে পুরুষ গুনাহগার হবে।

    সৌদি আরবের সিনিয়র মুফতি আবদুল্লাহ তার আলোচনায় বলেছেন, যে ব্যক্তির একাধিক বিয়ের সামর্থ্য আছে এবং সে সমাজের মুসলিম নারীদের দুর্দশা সম্পর্কেও অবগত আছে -মুসলিম নারীগণ বিবাহিত জীবন লাভ না করায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছে- সে অবশ্যই গুনাহগার হবে।

    তিনি আরও বলেন, আমি মনে করি এমন ব্যক্তি এক স্ত্রীতে সন্তুষ্ট থাকলে গোনাহগার হবে এবং কেয়ামতের দিন সে প্রশ্নের মুখোমুখি হবে যে, তোমার সামর্থ্য থাকার পরও কেনো তুমি মুসলিম নারীর পবিত্র ও নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করলে না?

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম