• শিরোনাম

    তৃণমুল পর্যায়ে বাছাইকৃত কারাতে খেলোয়াড়দের চূড়ান্ত প্রশিক্ষণ শুরু

    | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

    তৃণমুল পর্যায়ে বাছাইকৃত কারাতে খেলোয়াড়দের চূড়ান্ত প্রশিক্ষণ শুরু

    জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী  তৃণমুল পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান অনুর্ধ্ব-১৪-১৬ কারাতে খেলোয়াড়দের চুড়ান্ত পর্বের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
    মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টায় ৩০দিনব্যাপী এ কারাতে চুড়ান্ত আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্যরা।
     দেশের ২১টি জেলার তৃণমুল  পর্যায়ে ১০দিনব্যাপী বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে মেধা অনুযায়ী ঢাকায় চুড়ান্ত পর্বের জন্য ৪২০জন ছেলে ও মেয়েকে বাছাই করা হয়। এদের মধ্য থেকে সেরা ১০জন ছেলে ও ১০জন মেয়ে মোট ২০জনকে বাছাই করে ৩০দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম