• শিরোনাম

    বিমানবন্দরে যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

    | সোমবার, ০৭ নভেম্বর ২০১৬

    বিমানবন্দরে যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

    হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যুবকের  ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ আলী (৩২)। হামলাকারী বিমানবন্দরের ক্লিনার বলে জানা গেছে। ওই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী ক্লিনারও আহত হয়েছে। আহত ওই ক্লিনারের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের নাম জানা যায়নি। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ময়লা পরিষ্কারকে কেন্দ্র করে ওই ঘটনা  ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ নিহত সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনের অংশ পরিষ্কার করাকে কেন্দ্র করে বিমানবন্দরের দুই ক্লিনারের সঙ্গে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। ওই সময় হাতাহাতির ঘটনাও ঘটে। কিছুক্ষণ পর এক ক্লিনার একটি ধারালো ছুরি নিয়ে সেখানে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার আনসার সদস্য গুরুতর আহত হন। তখন আনসার সদস্যদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে ওই ক্লিনার তাদের ওপরও হামলা চালালে পুলিশ গুলি করে। এতে ওই ক্লিনার গুলিবিদ্ধ হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আনসার সদস্য সোহাগ আলী মারা যান। ওই ঘটনায় আহত ক্লিনারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম