• শিরোনাম

    মুস্তাফিজুরের পর মিরাজ

    | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬

    মুস্তাফিজুরের পর মিরাজ

    দু’জনের বয়সের ব্যবধান দু’বছর। দু’বছরের বড় হয়েও ২০১৪তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুস্তাফিজুর খেলেছেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। দু’জনেই একসঙ্গে খেলেছেন খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট।১৯ পেরোনোর আগে মুস্তাফিজুরের হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ১৯তম জন্মদিন উদযাপনের আগেই মিরাজের হয়ে গেছে টেস্ট অভিষেক। কাকতালীয় হলেও সত্যি, ক্যারিয়ারের শুরুতেই বিরল রেকর্ডে একজন আর একজনকে ছুঁয়ে ফেলেছেন!

    ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করে অন্য উচ্চতায় নিজেকে উঠিয়ে এনেছিলেন বাঁ-হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর। ১৬ মাস আগে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫০ রানে পাঁচ উইকেট, দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর (৬/৪৩) মুস্তাফিজুরকে দেখেছে বিশ্ব।

    ওয়ানডে ফরম্যাটে প্রথম দুই ম্যাচে এমন কৃতিত্বে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরির রেকর্ড ছুঁয়েছেন মুস্তাফিজ।

    কাটার মাস্টার মুস্তাফিজুরের সেই কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে তারই একসময়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ টেস্ট কেরিয়ারের প্রথম দুই ম্যাচে স্বপ্ন ছাড়িয়ে যাওয়া বোলিং উপহার দিয়েছেন। চট্টগ্রাম টেস্টে রং ছড়িয়েছিলেন অভিষেক ইনিংসেই (৬/৮০), ফিরতি টেস্টে সেই মিরাজেই আলোকিত ঢাকা।

    শনিবার শেরেবাংলা স্টেডিয়ামে ওকসকে লেগ স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেই টেস্ট অভিষেক ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৮২ রানে ছয় উইকেট মিরাজের।
    চট্টগ্রাম টেস্টে মিরাজের বোলিংয়ে (৬/৮০) প্রথমবারের মতো তিনশ’র নিচে (২৯৩/১০) ইংল্যান্ডকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ দল। ঢাকা টেস্টে সেখানে আড়াইশ’র নিচে (২৪৪/১০) ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে ফেলার নায়কও অফ-স্পিনার মিরাজ!

    টেস্ট অভিষেকে পাঁচ উইকেটের ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজের আগে নাম লিখিয়েছেন ছয় বোলার। তবে তাদের কেউ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেটের দেখা পাননি। টেস্ট অভিষেকে স্মরণীয় বোলিংয়ে নিজের জাত চিনিয়ে দেয়া মিরাজ দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেটের ইনিংসে (৬/৮২) নতুন ইতিহাস রচনা করেছেন। ঢাকা টেস্টে নতুন বলে প্রথম স্পেলটি তার ১১-১-৪৪-৩, উইকেটে পাহাড় হয়ে দাঁড়িয়ে ইংল্যান্ডকে লিড এনে দেয়া নবম জুটিকে ৯৯-এ থামিয়ে দিতে পেরেছে মুশফিকুরের দল।

    দ্বিতীয় নতুন বলটি মিরাজের হাতে তুলে দিয়েই! তামিমের সেঞ্চুরি (১০৪), দ্বিতীয় জুটিতে তামিম-মুমিনুলের ১৭০-এর পরেও প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি মাত্র ২২০। তার পরেও এই পুঁজি নিয়ে ইংল্যান্ডের লিডটা বড় হতে দেননি মিরাজ। প্রথম ইনিংসে সফরকারীদের লিড মাত্র ২৪ রানের। মিরাজময় দ্বিতীয়দিন শেষ করেছে বাংলাদেশ ১৫২/৩-এ। এগিয়ে আছে ১২৮ রানে। ইমরুল কায়েস ৫৯ রানে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম