• শিরোনাম

    মারা গেলেন মার্কিন কিংবদন্তী গলফার আর্নল্ড পালমার

    | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬

    মারা গেলেন মার্কিন কিংবদন্তী গলফার আর্নল্ড পালমার

    বিখ্যাত মার্কিন গলফার আর্নল্ড পালমার মারা গেছেন। সোমবার ৮৬ বছর বয়সে পেনিসিলভেনিয়ার পিটসবার্গের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন গলফ এসোসিয়েশন । এক টুইট বার্তায় তারা জানায়, গলফের সেরা শুভেচ্ছাদূত আর্নল্ড মারা গেছেন।
    আর্নল্ডকে সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন গণ্য করা হয়। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯০টিরও বেশি টুর্নামেন্ট জিতেছেন তিনি। আর্নল্ড পালমালের একটি বড় সর্মথক গোষ্ঠী রয়েছে। হাজার হাজার সমর্থকরা মিলে আর্নিস আর্মি নামে েএকটি সংগঠন গড়ে তোলেন।
    মার্কিন গলফার টাইগার উডস এক টুইটে বলেন, ‘আর্নল্ড তোমার বন্ধুত্ব, পরামর্শ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’
    ১৯৫০ ও ৬০ এর দশকে সেরা খেলোয়ার ছিলেন আর্নল্ড। সাত মৌসুমে ছয়টি মেজর টাইটেল ছাড়াও তিনি ৬২টি পিজিএ ট্যুর জিতেছেন। বিবিসি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম