• শিরোনাম

    বাংলাদেশে আসার ঘোষণা দিলেন ইংল্যান্ড কোচ

    | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০১৬

    বাংলাদেশে আসার ঘোষণা দিলেন ইংল্যান্ড কোচ

    দ্বিধাহীন চিত্তে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস। ইংল্যান্ডের কোচ কিংবা খেলোয়াড়দের মধ্যে ফারব্রেসই প্রথম ব্যক্তি যিনি এ ব্যাপারে প্রকাশ্যে বাংলাদেশ সফরের ঘোষণা দিলেন।
    সাত বছর আগে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার সময় বেচে যাওয়া ইংল্যান্ডের এই কোচ আশ্বস্ত যে তার দল নিরাপদ থাকবে। এ ব্যাপারে তার মত হলো নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসনের পরামর্শ মেনে সফরটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
    গত জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলায় দেশী বিদেশী মিলে ২০ জন নিহত হওয়ার ঘটনায় ইংল্যান্ডের সফরটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এরপর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঠিক হয়েছে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। এই সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
    ফারব্রেস এ সফর প্রসঙ্গে বলেন,‘আমার আসলে সিদ্ধান্ত নেয়ার কিছু ছিল না। আমি গত সপ্তাহে লন্ডনে যখন আমরা বৈঠকে বসলাম, সেসময়ে অন্যদের মতোই বসি এবং শুনি। আমি যা শুনেছিলাম, তাতে এমন কিছু শুনিনি যা আমাকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে স্নায়ুর চাপে ভোগাতে পারে।’ তিনি আরো বলেন,‘কোন ভাবেই রেগ ডিকাসনকে কিংবা বোর্ডকে অবিশ্বাস করার কারণ নেই। তিনিই হচ্ছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। তাই যাওয়ার ব্যাপারে আমার কোন বিষয় নেই।’ ফারব্রেসকে খেলোয়াড়রা খুবই সম্মান করে থাকে। কাজেই তার দৃষ্টিভঙ্গি সংশয়ের মধ্যে থাকা খেলোয়াড়দের সাহায্য করতে পারে। বিশেষ করে শ্রীলঙ্কা দলের সাথে তার অভিজ্ঞতার জন্য।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম