• শিরোনাম

    টি-২০’র সেরা পেসার মুস্তাফিজ

    | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬

    টি-২০’র সেরা পেসার মুস্তাফিজ

    ক্রিকেট মাঠে বোলার হিসেবে স্পিনাররা একটু বেশিই সুবিধে পেয়ে থাকে। বেশিরভাগ সময় উইকেট তাদের হাতে ধরা পড়ে খুব সহজে সেই সঙ্গে রানও কম দিয়ে থাকেন তারা। তবে ক্ষেত্রে নিজেকে ভিন্ন ভাবে মেলে ধরেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে কম খরুচে বোলার হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এ তারকা।

    মুস্তাফিজ এখন পর্যন্ত আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে মোট ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার ইকোনোমি রেট মাত্র ৫.৯৪। যা টি-২০তে একজন পেসার হিসেবে সেরা। অফিসিয়াল টি-২০তে অন্তত ৫০০টি বল করেছেন এমন পেসারদের মধ্যে বাঁ হাতি এ তারকাই এখন সেরা।

    মুস্তাফিজ এ ক্ষেত্রে একমাত্র পেসার যার ইকোনোমি ছয়ের নিচে। এটি প্রমাণ করে রান দেওয়া বেলার হিসেবে সবচেয়ে কিপটে তিনি। ঘরোয়া লিগের বাইরে আন্তর্জাতিক ম্যাচেও তরুণ এ বোলারের সাফল্য উদাহারণ সরুপ। এখন পর্যন্ত ১৩টি ম্যাচে তার ইকোনোমি রেট ৫.৯৮।

    এদিকে বিশ্ব বোলারদের মধ্যে স্পিনার ও পেসার মিলিয়ে মুস্তাফিজের অবস্থান চতুর্থ। এ পর্যায়ে সেরা তিনে রয়েছেন তিন স্পিনার এরা হলেন, ৫.৪১ ইকোনোমি নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বাদ্রি, ৫.৫৩ ইকোনোমিতে একই দলের সুনিল নারিন। ও ৫.৫৪ ইকোনোমিতে নেপালের এসপি গাউচান।

    তবে পঞ্চমস্থানে রয়েছেন আরেক পেসার। ২০১১ সালে অস্ট্রেলিয়ান দল থেকে অবসর নেওয়া স্টুয়ার্ট ক্লার্ক রয়েছেন মুস্তাফিজের পরেই। তার ইকোনোমি রেট ৬.০৭।

    মুস্তাফিজ বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন। তিন ম্যাচে দলটির হয়ে তিনি চার উইকেট পেয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম