• শিরোনাম

    ওয়ার্নার-হ্যান্ডসকম্বয়ের ব্যাটে স্বস্তিতে দিন পার অস্ট্রেলিয়ার

    সিবিবার্তা স্পোর্টস ডেস্ক : | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০১৭

    ওয়ার্নার-হ্যান্ডসকম্বয়ের ব্যাটে স্বস্তিতে দিন পার অস্ট্রেলিয়ার

    টেস্ট ব্যাটিং কাকে বলে তা রীতিমতো উদাহরণ দিয়ে শেখাচ্ছেন অস্ট্রেলীয় টপ-অর্ডার ব্যাটসম্যানরা। স্মিথের আউটের পর বাংলাদেশের স্বস্তির মাত্রাটা আর বাড়তে দেননি হ্যান্ডসকম্ব আর ওয়ার্নার। তৃতীয় উইকেটে আরও ১২৭ রান যোগ করেছেন এই দুজন। ফিফটি তুলে নিয়েছেন হ্যান্ডসকম্ব, অপরাজিত আছেন ৬৯ রানে। আর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ওঠা ডেভিড ওয়ার্নার করেছেন ৮৮ রান, খেলেছেন ১৭০ বল।

    ওয়ার্নার-হ্যান্ডসকম্বয়ের ব্যাটে স্বস্তিতেই দিন পার করে অস্ট্রেলিয়া। তাদের ১২৭ রানে জুটিতে দিন শেষে সংগ্রহ দাড়ায় ২২৫/২। বাংলাদেশ থেকে পিছিয়ে আছে ৮০ রানে

    এর আগে চোখ রাঙাচ্ছিল স্মিথ-ওয়ার্নার জুটি। ৯০ রানের জুটিটা শেষ হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দারুণ এক বলে। স্মিথের ব্যাটের ফাঁক গলে বল ভেঙেছে স্টাম্প। সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া। আউট হওয়ার আগে ৯৪ বলে ৫৮ রান করেছিলেন অস্ট্রেলীয় দলপতি স্মিথ। তাঁর বিদায়ের পর উইকেটে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব। নিজের প্রথম ওভারেই ম্যাট রেনশকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অধিনায়ক মুশফিক।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম