• শিরোনাম

    ইতালির লাস্পেসিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান ১৪২৪

    ফেরদৌসী আক্তার পলি, ইতালি | বুধবার, ২৪ মে ২০১৭

    ইতালির  লাস্পেসিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান ১৪২৪

    গত রবিবার ২১ মে, লাস্পেসিয়ার স্থানীয় মাঠে সারাদিনব্যাপী জাকজমক পূর্ণ আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিলো  লাস্পেসিয়া প্রবাসী বাংলাদেশিরা। বেলুন উড়িয়ে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয় সকাল ১০ টায় , উদ্বোধনী সভায়  শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক মিজানুর রহমান ,লিটন শিকদার, আলী হোসেন  ,জালাল উদ্দিন ,সালাউদ্দিন সাগর ,রফিকুল ইসলাম ,হোসাইন কবির মামুন, লালন সর্দার সহ আরো অনেকে।

    আয়োজকরা তাদের  বক্তব্যে সবাইকে নতুন বছর এর শুভেচ্ছা জানান এবং আগামীতে আরো ব্যাপক পরিসরে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরণের বৈশাখী উৎসবের  মাধ্যমে  নিজ দেশের কৃষ্টি কালচারকে বিদেশিদের মাঝে তুলে  ধরে দেশের ঐতিহ্য তুলে ধরাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে একত্রিত হয়ে দিনটিকে দারুন উপভোগ করেছে। লাল সাদা পরিহিত পোশাকে মেলার প্রাঙ্গন ,দেখে মনে হচ্ছিলো প্রবাসের মাটিতে একখণ্ড বাংলাদেশ। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে আকর্ষণীয় ছিল বিভিন্ন দেশীয় পিঠা,পুলি ,ভর্তা ,সহ দেশীয় পোশাকের স্টল। বাংলাদেশিদের সাথে দেশীয় ঐতিহ্য বাহি খাবারের সাধ গ্রহণ করেছে অনেক বিদেশী অতিথিরাও । সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ইউ কে থেকে আগত রুবাইয়াত জাহান ও ইতালির রত্না ভূঁইয়া সহ স্থানীয় শিল্পীরা।

    Comments

    comments

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম