• শিরোনাম

    শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচন: নাসিম

    চিনাইরবার্তা ডেস্কঃ | সোমবার, ০১ মে ২০১৭

    শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচন: নাসিম

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জনগন যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। আজ (রোববার) দুপুরে গাজীপুরের টঙ্গীতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রী নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন। শুধু উন্নয়ন দিয়ে হয়না, ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, মানুষের ভালোবাসা দিয়ে ভোটে জিততে হবে আমাদের। কারণ আওয়ামী লীগ হল জনগনের দল, অনেক রক্ত ও ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে আমরা সংগঠন করেছি। শেখ হাসিনা বারবার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বিজয়ী করেছেন। তাই আজকে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে। সাম্প্রতিক জঙ্গিবাদ নিয়ে নাসিম বলেন, আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। সেখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মের লোক রয়েছে। কিন্তু তাদের মধ্যে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নাই। যার যার ধর্ম সে পালন করছে। সেখানে উন্নয়ন অব্যাহত রয়েছে। আর আমরা এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, অসহিষ্ণু হয়ে যাই । নাসিম বলেন, গাজীপুরের মানুষকে শেখ হাসিনা সবকিছু দিয়েছেন। এখন শেখ হাসিনাকে দেওয়ার পালা। আমরা চাই আগামী নির্বাচনে গাজীপুরের প্রতিটি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে, নৌকা যেন বিজয়ী হয়। আমরা জানি গাজীপুরের আওয়ামী লীগ সুশৃঙ্খল রয়েছে। তাই মনে রাখবেন, গাজীপুরে যদি আওয়ামী লীগ না বিজয়ী হয়, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ জিতবে না। এর আগে হাসপাতাল উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আমি জানি টঙ্গীবাসীর প্রাণের দাবি এই হাসপাতালটি যেন সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাষ্টারের নামকরণ করা হোক। আমি নিজেও তা চাই। তাই আজকে এ মঞ্চে দাড়িয়ে বলে যাচ্ছি, টঙ্গীর ২৫০ শয্যা হাসপাতালটি অবশ্যই শহীদ আহসান উল্লাহ মাষ্টারের নামে নামকরণ করা হবে। শুধু তাই নয়, এই হাসপাতালটিকে অত্যাধুনিক মেডিক্যাল কলেজে রুপান্তর করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনায়ের সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরন, গাজীপুর জেলা সির্ভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক প্রমূখ। এরপর মন্ত্রী বিকেলে গাজীপুর ছয়দানা মালেকের বাড়িতে গাজীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, নাসিং কলেজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিক্যাল অ্যাসিসেন্ট ট্রেনিং স্কুলসহ ৫টি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
    সূএ-সকালের খবর

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম