• শিরোনাম

    চিনাইর ববঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।

    ক্যাম্পাস প্রতিনিধিঃ | সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

    চিনাইর ববঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।

    চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ড. মাহবুবুল আরফিন। আলোচনা করেন কবি মহিবুর রহিম, মো. আশরাফুল ইসলাম,প্রভাষক ছানাউল্লাহ ও মো. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ একেএম শিবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মকবুল আহাম্মদ। প্রধান অতিথি ড. মাহবুবুল আরফিন বলেন-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সে দায়িত্ব পালন করেছে বিপ্লবী মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের সম্মুখে ছিল বিশাল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে তারা জয়ী হয়ে তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। অস্থায়ী মুজিবনগর সরকার কূটনৈতিক ও সামরিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। যার ফলে মাত্র নয় মাসের সংক্ষিপ্ত সময়ে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে। নয় মাসের মুক্তিযুদ্ধে নীতি নির্ধারণে মুজিবনগর বিপ্লবী সরকারের ভূমিকা ছিল যুগান্তকারী। আমরা সেই মহান চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবশন করে স্বর্ণা আক্তার, শাহাবুল হোসেন ভূইয়া ও তার দল। উপস্থাপনায় ছিলেন প্রভাষক মো. শাহিন মিয়া।

     

    17990964_438842666466760_7919847703042461884_n

    17972426_438842803133413_5190840204531866651_o

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম