• শিরোনাম

    লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৪০

    | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

    লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৪০

    লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সবরাথা শহরে মার্কিন জঙ্গি বিমান হামলায় কমপক্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পশ্চিমা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে সবরাথা শহরের মেয়র হুসেইন আল তেওয়াদি জানান, শুক্রবার সকালে বিদেশি বসবাসকারী শহরের কাসর তালিল এলাকায় বাড়িঘরের ওপর এ বিমান হামলা হয়। এতে ৪১ জন নিহত হওয়া ছাড়াও ৬ জন আহত হয়। তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সররাথা শহরের নিকটবর্তী তিউনিশিয়া সীমান্তবর্তী ওই এলাকায় আইএস যোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পস আছে। গতবছর তিউনিসিয়ার মিউজিয়াম এবং পর্যটন হোটেলের সৈকতে হামলা চালানো বন্দুকধারী লিবিয়ার জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতেই প্রশিক্ষণ নিয়েছিল। আইএস ওই হামলার দায় স্বীকার করে। তিউনিসিয়ায় গতবছরের সেই হামলার সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন তিউনিসীয় জঙ্গিকে লক্ষ্য করেই লিবিয়ায় শুক্রবারের জঙ্গি বিমান হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ওই কর্মকর্তা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম