• শিরোনাম

    নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

    | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬

    নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

    রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে সুনামি আঘাত হেনেছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগের মতে, স্থানীয় সময় মধ্যরাতের পর ক্রাইস্টচার্চ শহরের ৯৫ কিলোমিটার দূরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

    ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে। প্রথম ঢেউগুলো তেমন বড় ছিল না। কর্মকর্তারা বলছেন, কয়েক ঘণ্টা ধরে সুনামি চলতে পারে।

    স্থানীয় বাসিন্দাদের উপকূল থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে বলা হয়েছে।

    নিউজিল্যান্ডের একটি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট জানাচ্ছে, একটি ঢেউয়ের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি পর্যন্ত মাপা হয়েছে।

    ওয়েলিংটনসহ অন্য কিছু এলাকায় অপেক্ষাকৃত কম উচ্চতার ঢেউ আঘাত হানছে।

    বড় ভূমিকম্পের পর কয়েকটি আফটারশক হওয়ায় হাজার-হাজার স্থানীয় বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়েছেন।

    ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ঘরবাড়ির কাচ ভেঙে গেছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের ফলে তাদের ঘরবাড়িতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেসব ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে।

    এর আগে ২০১১ সালে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ওই শহরের ১৮৫ জন মানুষ প্রাণ হারায়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম