• শিরোনাম

    সৌদিতে পুরুষ অভিভাবকত্বের অবসানে নারীদের আবেদন

    | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬

    সৌদিতে পুরুষ অভিভাবকত্বের অবসানে নারীদের আবেদন

    সৌদি আরবে পুরুষ অভিভাবকত্বের অবসান দাবি করেছেন নারীরা। দেশটির ১৪ হাজারের বেশি নারী এই দাবি করে সরকারের কাছে আবেদন করেছেন।

    সৌদিতে নারীদের চাকরি, পাসপোর্ট, বিয়েসহ অনেক ক্ষেত্রেই তাদের বাবা, স্বামী, ভাই কিংবা যে কোনো পুরুষের অনুমতি নিতে হয়। নারীদের এই ধরনের আবেদন সৌদি আরবে এই প্রথম। টুইটার হ্যাশটাগে তারা প্রচারণাও চালাচ্ছেন।

    নারী অধিকার কর্মী আজিজা আল ইউসুফ বিবিসিকে বলেন, আমি এই ধরনের প্রচার চালিয়ে গর্ববোধ করছি। তবে এখন দরকার সাড়া। সৌদি সরকারের পক্ষ থেকে এই আবেদনের বিষয়ে কিছু বলা হয়নি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম