• শিরোনাম

    বিএনপিকে নির্বাচনে মাঝপথ থেকে সরে না যাওয়ার আহ্বান

    সিবিবার্তা রাজনীতি ডেস্কঃ | শুক্রবার, ১১ আগস্ট ২০১৭

    বিএনপিকে নির্বাচনে মাঝপথ থেকে সরে না যাওয়ার আহ্বান

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে মাঝপথ থেকে সরে না যেতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।

    বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বিএনএফ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

    মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি এই নির্বাচনে অংশ নেবে— ঠিক আছে। কিন্তু মাঝপথে যেন পালিয়ে না যায়। জনগণ যে রায় দেবে তা আওয়ামী লীগ মেনে নেবে।’

    আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে যত ফর্মুলা দেন না কেন, নির্বাচনকালীন সরকার এদেশে আর ফিরে আসবে না। তাই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করুন। খেলা হবে আওয়ামী লীগ বনাম বিএনপির। রেফারি হিসেবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

    হাওয়া ভবন, জঙ্গি ও একাত্তরের ঘাতক মুক্ত বাংলাদেশ চাইলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে জনগণকেই ঠিক করতে হবে তারা কেমন বাংলাদেশ চান। দেশ ঘাতক, সন্ত্রাসী ও হাওয়া ভবন সৃষ্টিকারীদের হাতে চলে যাবে, না-কি যারা দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের হাতে থাকবে— এটি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণ ভুল করলে এদেশ জঙ্গি, সন্ত্রাসী ও একাত্তরের ঘাতকদের হাতে চলে যাবে, অন্ধকারের পথে চলে যাবে। তাই জনগণের ভুল করা যাবে না।’

    বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

    এর আগে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, দেশের একটি গোষ্ঠী যখন দেখছে সরকার উন্নয়ন করছে, তখন ‘এই সরকারকে ঠেকাতে হবে’ এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে। চক্রান্ত শুরু হয়েছে। যখন সফলতা আসে তখনই চক্রান্ত শুরু হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

    হাসপাতালের শোক দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল আবেদিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য দেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম