• শিরোনাম

    মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১৯

    সিবিবার্তা আন্তর্জাতিক ডেস্কঃ | রবিবার, ০২ জুলাই ২০১৭

    মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১৯

    মেক্সিকোরে উত্তর-পশ্চিমাঞ্চলের সিনালোয়ায় এক বন্দুকযুদ্ধে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

    মেক্সিকোর পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, মাজাতারেন হাইওয়েতে বন্দুকধারীরা তাদের ওপর গুলি শুরু করলে জবাব দেয় পুলিশ। সেই বন্দুকযুদ্ধে নিহত হয় ১৯ জন। রবিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

    খবরে বলা হয়, রাজ্যের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী জেনারো রবেলস ক্যাসিলাস শনিবার বলেন, মাদকচক্রগুলো ওই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটায়। পুলিশ ফেডারেল বাহিনীর সহযোগিতায় তাদের দমন করে।

    এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৭ বন্দুকধারী নিহত হয়। আর বাকি দুজন কাছাকাছি এক এলাকায় গিয়ে মাথার আঘাতে মারা যান।

    ঘটনাস্থল থেকে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, নয়টি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। মেক্সিকোর এই অঞ্চলেই সবচেয়ে বেশি মাদকযুদ্ধ চলে। এখানেই সিনালোয়া চক্রের আধিপত্য।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম