• শিরোনাম

    ফরিদপুরে দুই ভুয়া চিকিৎসককে দণ্ড

    ফরিদপুর প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭

    ফরিদপুরে দুই ভুয়া চিকিৎসককে দণ্ড

    ফরিদপুরের বোয়ালমারীতে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আরা পলি এই দণ্ড দেন।

    জানা যায়, সঞ্জয় কুমার দত্ত বিভিন্ন ভুয়া ডিগ্রি নিয়ে বোয়ালমারীর মোল্লা আহমদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে প্রায় তিন বছর ধরে প্র্যাকটিস করে আসছিলেন।

    এছাড়া সেবা ক্লিনিকের ভুয়া ডা. মোশাররফ হোসেনকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। ২০০৯ এর ভোক্তা অধিকার ৫৩ ধারায় এ দণ্ড দেন।

    সঞ্জয় দত্ত মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মৃত শুকুমার দত্তের ছেলে এবং মোশাররফ হোসেনের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামে।

    ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, ফরিদপুর র‌্যাব-৮ সিপিসি-২ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন প্রমুখ

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম