| রবিবার, ২৮ মার্চ ২০২১
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট স্বাগতিক বাংলাদেশ দাপুটে জয় দিয়ে শুরু করেছে।
আজ (রোববার) জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তিন লোনাসহ ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১১ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে এখন শ্রীলঙ্কা ও কেনিয়া মোকাবিলা করছে।
কোর্টে ম্যাচ গড়ানোর আগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান, যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।
উল্লেখ্য, টুর্নামেন্টের পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হচ্ছে। ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |