| রবিবার, ২১ মার্চ ২০২১
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রোববার সকালের দিকে পাকিস্তান সীমান্তের কাছে এই প্রদেশের সারাভান শহরে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে সারাভান স্কয়ারে বিস্ফোরণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়েছে।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার একজন মুখপাত্র বলেন, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর কাছ থেকে জ্বালানি নিয়ে যাওয়ার সময় সারাভান এবং সিস্তান-বেলুচিস্তানের প্রদেশের অন্যান্য অঞ্চলে বিপ্লবী গার্ড বাহিনীর অভিযানে ২৩ জন নিহত হয়।
সীমান্ত এলাকা থেকে জ্বালানি পরিবহনের প্রতিবাদ করায় সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাবাহিনী গুলি বর্ষণ করলে এই প্রাণহানি ঘটে।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রধানত সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকা। বিশ্বে ইরানেই বর্তমানে জ্বালানির মূল্য সর্বনিম্ন। যে কারণে স্থানীয়রা প্রতিবেশি দেশগুলোতে জ্বালানি চোরাকারবারি করে থাকে এবং প্রায়ই আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |