| বুধবার, ১৭ মার্চ ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএডিসির উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে পুষ্পস্তবক অর্পণ করেন, ব্রাহ্মণবাড়িয়ার বিএডিসি কার্যালয়ের উপপরিচালক মো. সোলায়মান তালুকদার, সিনিয়র সহকারী পরিচালক (ডাল ও তৈলবীজ) মো. নূরউদ্দিন মোল্লা ও নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. নজরুল ইসলামসহ বিএডিসির সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর জেলা প্রশাসনের আয়োজনে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনাসভায় অংশগ্রহণ করেন বিএডিসির কর্মকর্তারা।
আলোচনাসভায় জেলা প্রশাসক হায়াত-উদ দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, পৌর মেয়র, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |