| শুক্রবার, ১২ মার্চ ২০২১
মডেলিং দিয়ে মিডিয়ায় আসলেও ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় জায়গা করে নেন বিপাশা কবির। একাধিক ছবিতে আইটেম গানে তার নয়নকারা উপস্থিতি দেখা গেছে। তবে বেশ কিছু ছবিতে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।
করোনাকালের আগে নিয়মিতই ছবিতে অভিনয় করতেন। লকডাউনের কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও এখন আবারও ব্যস্ত হয়েছেন অভিনয়ে। একসঙ্গে দুই সিনেমায় এখন শুটিং করছেন তিনি।
আকাশ আচার্যের পরিচালনায় একটির নাম ‘পরাণে পরাণ বান্ধিয়া, অন্যটি রেজা হাসমতের ‘ জেদী মেয়ে’।
গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে সিনেমা দুটির শুটিং শুরু হয়েছে। এগুলোতে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করছেন বিপাশা কবির।
এ প্রসঙ্গে তিনি বলেন, একসঙ্গে দুটি সিনেমায় কাজ করতে পারাটা অনেক আনন্দের ব্যাপার। ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমার চরিত্রটি আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি অধিক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি।
অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমায় যেহেতু আমিই জেদী মেয়ে, তাই এই চরিত্রটিও বেশ গুরুত্ব দিয়ে করতে হচ্ছে। দুটি সিনেমায় কাজ করতে গিয়ে অভিনয়ে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি।’
এদিকে এরই মধ্যে বিপাশা কবির শেষ করেছেন বাপ্পী খানের ‘সোলমেট’ সিনেমার কাজ। শিগগিরই এটির ডাবিংয়ের কাজ করবেন তিনি।
এছাড়াও বিপাশা কাজ করছেন অপূর্ব রানার পরিচালনায় ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী।
বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘পাষাণ’। এই অভিনেত্রীর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘খাস জমিন’,‘ গুণ্ডামি’, ‘পোড়ামন’, ‘আড়াল’,‘ ক্রাইম রোড’, ‘বাজে ছেলে’ ইত্যাদি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |