| রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
একই রুটে একই নামে দুই পরিবহন নিয়ে দ্বন্দ্বের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
এ ঘটনায় উভয় পক্ষের ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে দীর্ঘদিন ধরে ‘রয়েল কোচ’ নামে একটি পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি একই রুটে ‘রয়েল বি.বাড়িয়া’ নামে আরেকটি পরিবহনের বাস সার্ভিস চালু হয়েছে। রয়েল নাম ব্যবহার করায় ‘রয়েল বি.বাড়িয়া’র বিরোধিতা করে আসছিল ‘রয়েল কোচ’ সংশ্লিষ্টরা।
এছাড়া দুটি বাসের কাউন্টারও পাশাপাশি। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই পরিবহনের লোকজন। এ দ্বন্দ্ব নিরসনে আগামী সোমবার শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠকের আগেই শনিবার রাতে বিশ্বরোড মোড়ে রয়েল কোচের মোর্শেদকে মারধর করেন রয়েল বি.বাড়িয়ার আপেল। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকরা মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মহাসড়ক থেকে দুই পক্ষকেই সরিয়ে দেয়।-জাগো নিউজ