| রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
এবার এশিয়ার মাঠে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে তিন উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে ক্যারিবীয়রা।
রেকর্ড রান তাড়া করে উইন্ডিজের জয়ের নায়ক কাইল মায়ার্স। ক্যারিবীয় এই তারকা ব্যাটসম্যান ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। তার ব্যাটে ভর করেই এশিয়ার মাঠে জয়ের রেকর্ড গড়ল ক্যারিবীয়রা।
এর আগে ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৮৮ রানের টার্গেট তাড়ায় ৪ উইকেটে জয় পায় স্বাগতিক শ্রীলংকা। এতদিন এশিয়ার মাঠে সর্বোচ্চ রান তাড়ায় এটাই ছিল রেকর্ড। দিনেশ চান্দিমালের নেতৃত্বাধীন দলের সেই রেকর্ড ভেঙে দিল ক্যারিবীয় তারুণ্যনির্ভর দলটি।
সবচেয়ে বেশি রান তাড়ায় চট্টগ্রামে ক্যারিবীয়দের এই জয় রেকর্ড পঞ্চম। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের বিশাল টার্গেট তাড়া করে ২০০৩ সালে এন্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জয়ের রেকর্ড গড়েছে ব্রায়ান লারার নেতৃত্বাধীন উইন্ডিজ।
২০০৮ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৪ রান তাড়ায় ৬ উইকেটে জয় পেয়েছে গ্রায়াম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংবদন্তি ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের বিপক্ষে ৪০৩ রান তাড়ায় জয়ের ইতিহাস গড়ে বিষেন সিং দেবীর নেতৃত্বাধীন ভারত।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের বিপক্ষে ৩৯৫ রানের টার্গেট তাড়ায় জয় পেয়েছে ক্রেগ ব্রাথওয়েটের নেতৃত্বাধীন উইন্ডিজ।