| মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
হাজারো মানুষের চোঁখের জ্বলে চির নিদ্রায় শায়ীত হলেন মাছিহাতা ইউনিয়ন চিনাইর গ্রামের বিশিষ্ট শালীস কারক হাজ্বী ইমাম হোসেন মেম্বার।
আজ ২৬ জানুয়ারী ২০২১ খ্রিঃ সকাল ৯ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন চিনাইর গ্রামের নীজ বাসভবনে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন) বাদ আছর চিনাইর ঈদ-গাহ মাঠে মরহুমের নামাজে জানায়ায় অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের নামাজে জানায়ায় পূর্ব মুহর্তে মোঃ শাহআলমের পরিচালনায় সংক্ষীপ্ত আলোচনা করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের পক্ষে পিএস এম এইছ মাহাবুব আলম, চিনাইর গ্রাম বাসীর পক্ষে আলোচনা করেন বদিউল বাসার মোঃ বাবুল চৌধুরী, হাজ¦ী আবু শামা সর্দার, মোজাম্মেল হক বাচ্ছু ও মোঃ নোমান চৌধুরী প্রমূহ।
মরহুমের নামাজে জানায়া পরিচালনা করেন মরহুমের শ্যালক মাওলানা সিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
উল্লেখ্য মূর্ত্য কালে মরহুম মরহুম ইমাম হোসেন দুই ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন এবং তার বয়স হয়েছিল ৭০ বছর ।
মরহুম ইমাম হোসেন মেম্বার