| রবিবার, ১০ জানুয়ারি ২০২১
জানুয়ারি মাসের আজকের দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা অনেক আশা নিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছিলাম। সেই আশা পূরণের পথে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এই অগ্রগতি সম্ভব ছিল না। গণতন্ত্র টেকসই হয়েছে। আমরা আগামী ৩ বছরের মধ্যে দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে পৌঁছে যাবো। এ মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবিরসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।