চিনাইরবার্তা.কম আবু হাসান শাহারিয়ারঃ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
হুমায়ুন কবির খোকন আমার সহকর্মী ছিলেন দৈনিক ‘আমাদের সময়’-এ। আমি যখন পত্রিকাটির সম্পাদক, খোকন তখন প্রধান বার্তা-সম্পাদক। ফলত প্রতিদিন ওর সঙ্গে নিদেনপক্ষে দুবার (সকালে অ্যাসাইনমেন্ট মিটিং-এ এবং সন্ধার পর বার্তাকক্ষে) দেখা হতোই। পত্রিকাটি থেকে স্বেচ্ছায় অব্যাহিত নেওয়ার পরও এখানে-ওখানে একাধিকবার দেখা হয়েছে ওর সঙ্গে। ফোনেও যোগাযোগ ছিল। আমি জানতাম, খোকন এখন নাঈমুল ইসলাম খান সম্পাদিত ‘অামাদের নতুন সময়’-এ আছেন। খোকন এমন কিছুই বলেছিলেন আমাকে কয়েক মাস আগে। গতকাল অনেকে ওকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেসব স্ট্যাটাস সুবাদে জানলাম— খোকন সর্বশেষ ‘সময়ের আলো’ নামের একটি দৈনিকে সিটি এডিটর/চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আরও জানলাম, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাত দশটায় লোকান্তরিত হয়েছেন তিনি। দুদিন জ্বরে ভুগে শ্বাসকষ্ট নিয়ে গতকাল বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খোকনের মৃত্যুর কারণ করোনা— এমন দাবি করেছেন পোস্টদাতাদের অনেকে। যদি তা-ই হয়, হুমায়ুন কবির খোকনই বাংলাদেশে করোনায় মৃত্যুবরণকারী প্রথম সংবাদকর্মী।
দুঃসংবাদটি পাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলাম। কাজের কথা এই— চিকিৎসক, নার্সদের মতো সাংবাদিক-পুলিশও করোনাবিরোধী যুদ্ধে ফ্রন্ট লাইনে আছেন। রাষ্ট্রীয়ভাবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
ছবিপাদটীকা– অমর একুশে বইমেলা ২০১৮’য় (বাঁ থেকে) হুমায়ুন কবির খোকন, কবি নূরুল হুদা, কবি মৃণাল বসুচৌধুরী ও আমি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |