সিবিবার্তা প্রেস বিজ্ঞপ্তিঃ | মঙ্গলবার, ০৪ জুন ২০১৯
ঈদ প্রত্যেকটি মানুষের মনে খুশির বার্তা নিয়ে আসে। তবে অনেকের মনে আবার নতুন জামা কাপড় না পাওয়ার দুঃখ ও নেমে আসে। “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি বছর ন্যায় এই ঈদে ও গতকাল রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামে অর্ধ শতাধিক বাচ্চাদের মাঝে রঙ্গিন নতুন কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল, মোহাইমিনুল ইসলাম,জাবির আহমেদ, রায়হান চৌধুরী রানা,খাইরুল আলম,বশিরুল হক,নাঈম ইসলাম,একরাম মিয়া সহ আরও অনেকেই। আয়োজন কমিটির আহবায়ক পার্থ গোপ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দিলিপ দাস। এ সময় সংগঠনের পক্ষ থেকে অর্ধ শতাধিক অসহায় এতিম ছেলে মেয়েদের হাতে রঙ্গিন নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়।