• শিরোনাম

    সড়কের কাজে যদি অনিয়ম বা গাফিলতি পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সিবিবার্তা ডেস্কঃ | সোমবার, ২০ নভেম্বর ২০১৭

    সড়কের কাজে যদি অনিয়ম বা গাফিলতি পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সড়কের কাজে যদি অনিয়ম বা গাফিলতি পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গতকাল ১৮ নভেম্বর শনিবার সকালে ঝটিকা সফরে তিতাস পূর্ব পাড় বিজয়নগর উপজেলার থেকে জেলা সদরের সাথে সংযোগ শেখ হাসিনা সড়কের (সীমনা-ব্রাহ্মণবাড়িয়া) পরিদর্শনকালে একথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি প্রমুখ।

    পরে তিনি ভিটি দাওয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং  বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম