• শিরোনাম

    তালিকাভূক্ত সন্ত্রাসী ওবায়দুর রহমান প্রঃ লিংকন এর লাশ উদ্ধার।

    সিবিবার্তা ডেস্কঃ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

    তালিকাভূক্ত সন্ত্রাসী ওবায়দুর রহমান প্রঃ লিংকন এর লাশ উদ্ধার।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া বাস স্ট্যান্ডের দক্ষিণে রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক ফারুক মিয়ার বাগানে অদ্য ১০/১০/১৭ইং তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় অত্র থানার ২নং ক্রমিকের তালিকাভূক্ত সন্ত্রাসী ওবায়দুর রহমান প্রঃ লিংকন এর লাশ উদ্ধার।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া বাস স্ট্যান্ডের দক্ষিণে রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক ফারুক মিয়ার বাগানে অদ্য ১০/১০/১৭ইং তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় অত্র থানার ২নং ক্রমিকের তালিকাভূক্ত সন্ত্রাসী ওবায়দুর রহমান প্রঃ লিংকন(৩৬), পিতা- গোলাম হোসেন প্রঃ রওশন হাওলাদার, সাং- দক্ষিণ পৈরতলা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর মৃত দেহ পাওয়া যায়। তার বুকের বাম পাশে জখমের চিহৃ আছে। উল্লেখ্য যে, উক্ত ওবায়দুর রহমান প্রঃ লিংকন এর বিরুদ্ধে নিম্নে বর্ণিত মামলা সূমহ বিজ্ঞ আদালতে বিচারাধীন।

    ১। আখাউড়া জি. আর. পি থানার মামলা নং- ৫(৩)৯৭ ধারা-১৪৭/১৪৮/৩২৩/ ৩২৪/ ৩০৭/৩৭ পিসি।
    ২। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪৮ তাং-২০/৯/৯৯, ধারা-৩৯২ পিসি।
    ৩। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪৭, তাং-২২/৪/০৫ইং, ধারা-অস্ত্র আইনের ১৯ (ক)
    ৪। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৫৭, তাং-২২/০৪/০৫, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ঐ)
    ৫। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪৫(১২)০৬ ধারা-১৪৩/৪৪৭/৩২৪/ ৩২৬ /৩০৭/৪২৭/৩৪ দঃ বিঃ তৎসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪
    ৬। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১০৮, তাং-১৯/০৭/০৮, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯।
    ৭। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১০৯, তাং-২৯/০৭/০৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)।
    ৮। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪২, তাং-১০/০২/১২, ধারা-৪৪৭/ ৩৮৫/ ৩৫৪/৫০৬ পিসি এবং জিআর-১৭৫/১২
    ৯। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১০৯ তাং-২৪/০৯/১২, ধারা-১৯০৮ইং সনের বিস্ফোরক উপাদানাবলী আইন এর ৩/৪
    ১০। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১১০,তাং-২৪/৯/১২,ধারা-৩৯৯/৪০২ পিসি।
    ১১। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪৩, তাং-১৬/১১/১৩, ধারা-১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩০২ পিসি তৎসহ বিস্ফোরক আইনের ৩।
    ১২। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-২৯, তাং-০৬/০৮/১৪, ধারা-১৪৩/১৪৭/ ১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৭৯/১১৪ পিসি।
    ১৩। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৯৭ তাং-২৮/৬/১৫,ধারা-৩৯৯/৪০২ পিসি। ১৪। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৯৮ তাং-২৮/০৬/১৫, ধারা- দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ ইং সনের ১৯(অ)/(ঋ) তৎসহ ১৯০৮ ইং সনের বিস্ফোরক আইনের ৪/৬
    ১৫। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪২,তাং-১৪/৯/১৫,ধারা-৩৯৯/৪০২ পিসি।
    ১৬। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৮৩,তাং-২৮/৮/১৬,ধারা-৩৯৯/৪০২ পিসি ।
    ১৭। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা মামলা নং-৮৪, তাং-০৭/০৯/১৬, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-A।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম